স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে ২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক ঠিক করে ফেলেছে ফিফা। তিনটি মহাদেশের ৬টি দেশ আসরটির স্বাগতিক হবে। তবে এবার ২০৩৪ বিশ্বকাপেরও আয়োজকের নাম সামনে এলো। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আসরটি আয়োজনের দায়িত্ব পাবে! একটি সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল এই খবর নিশ্চিত করেছে।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যমটিতে সূত্রটি বলেন, ‘সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপের সম্ভাবনা নয়, এটি মূলত একটি সম্পন্ন চুক্তি। অর্থ আবারও কথা বলছে। এটা ফিফাকে বিলিয়ান মূল্য এনে দেবে।’
এর আগে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ সালের বিশ্বকাপ ৩টি মহাদেশের ৬টি দেশে আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিতো।
ওই বিশ্বকাপে মূল আয়োজক থাকবে স্পেন, পর্তুগাল আর মরক্কো। কিন্তু প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে,আর্জেন্টিনা আর প্যারাগুয়েতে। স্পেন ও পর্তুগাল ইউরোপের, মরক্কো আফ্রিকার ও বাকি ৩টি দেশ দক্ষিণ আমেরিকার।
১৯৩০ সালে শুরু হয় ফুটবল বিশ্বকাপ। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ওই আসরের রানার্স আপ আর্জেন্টিনা। সেই হিসেবে ম্যাচ আয়োজন করবে তারা। আর দক্ষিণ আমেরিকার ফেডারেশন কনমেবলের জন্মস্থান হিসেবে ৩য় ম্যাচ প্যারাগুয়েতে অনষ্ঠিত হবে।
এই প্রথম তিনটি মহাদেশ মিলে বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। আয়োজক ছয়টি দেশ কোনো হিসাব ছাড়াই খেলতে পারবে টুর্নামেন্টের মূলপর্বে। প্রথম তিন ম্যাচ শেষে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে এবং তাদের প্রতিপক্ষরা মরক্কো, স্পেন এবং পর্তুগালে চলে আসবে। তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে মরক্কো, পর্তুগাল অথবা স্পেনেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।