আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ থেকে ৯ অক্টোবরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান পরিচালনা করে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৪ হাজার ২৬৯ জন আবাসন আইন, ৫ হাজার ২৩০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছেন।
এছাড়া ১ হাজার ৩৭৮ জন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার হন, যাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিক বেশি।
অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার কারণে ৮০ জন এবং আবাসন ও শ্রম বিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ১৫ হাজার ১৩৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে প্রায় ৭ হাজার ২১১ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে ১১ হাজার ৯০৭ জনকে দেশে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।