জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া ২৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ সোমবার রাত ৮টায় তাদের বহনকারী ফ্লাইট দেশে পৌঁছায়।
পরে তাদের বরণ করে নেন আন্দোলনে গ্রেপ্তারের পর ছাড়া পাওয়া অন্যান্য বাংলাদেশিরা।
এসময় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, এখনো অনেক প্রবাসী বিক্ষোভের ঘটনায় হয়রানির স্বীকার হচ্ছে। দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও এককালীন আর্থিক সহায়তারও দাবি জানান তারা। এর আগে গ্রেপ্তার হওয়া আরো ৭৫ প্রবাসীকে গেলো ২৯ নভেম্বর ক্ষমা ঘোষণা করে আমিরাত সরকার। তাদের মধ্যে ২৪ জন ফিরলো আজ। আগামী কয়েকদিনের মধ্যে ফিরবে বাকিরাও।
এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি। ২৯ নভেম্বর ক্ষমা ঘোষণা করা হয় ৭৫ জনকে দ্রুত পূনর্বাসন ও সহায়তা চান ভুক্তভোগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।