২৪ বছর পর হেলিকপ্টারে প্রবাসীর বাড়ি ফেরা

প্রবাসীর বাড়ি ফেরা

জুমবাংলা ডেস্ক : দীর্ঘ ২৪ বছর প্রবাসে থেকে বাংলাদেশে এসে হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন মো. হেলাল উদ্দিন খান। গতকাল রবিবার (১৯ মার্চ) বিকেলে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার নিয়ে আসেন তিনি।

প্রবাসীর বাড়ি ফেরা

হেলাল আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের আব্দুল কাদির খানের ছেলে। একসময় জীবনের তাগিদে ভিটে বাড়ি বিক্রি করে পাড়ি জমান মালয়েশিয়ায়। দীর্ঘদিন বিদেশে থেকে অর্থনৈতিকভাবে হয়েছেন স্বাবলম্বী।

তাকে একনজর দেখার জন্য এলাকাবাসী ভীড় জমান স্থানীয় স্কুল মাঠে। উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এই প্রবাসীর পরিবারের পক্ষ থেকে।

হেলিকপ্টার করে এই প্রবাসীর আগমন উপলক্ষে এলাকাবাসীর মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

হেলাল বলেন, আনুমানিক দুই যুগ আগে বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গিয়েছিলাম। বর্তমানে মালয়েশিয়ায় চাকরি করছি। হেলিকপ্টারে ঢাকা থেকে নিজ গ্রামে আসার উদ্দেশ্য হলো বেকার যুবকদেরকে উৎসাহিত করা। বিদেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়নের স্বার্থে রেমিট্যান্স বৃদ্ধি করা।

এই অভিনেতাকে বিয়ে করতে চেয়েছিলেন শ্রদ্ধা কাপুর

তিনি আরও বলেন, লেখাপড়া বেশি করতে পারি নাই তবুও বিদেশে গিয়ে নিজেকে স্বাবলম্বী করেছি। এলাকাবাসীর জন্য এবং আমাদের এলাকার আমতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করে সাধ্যমতো বিদ্যালয়ের উন্নয়ন কাজে সহযোগীতা করবো।