বিনোদন ডেস্ক : সাতাশ বছর পর ভারতে আয়োজিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ প্রতিযোগিতা। এটি হবে প্রতিযোগিতার ৭১তম আসর, যার সবকিছুই করবে ভারত। সর্বশেষ ১৯৯৬ সালে দেশটি এ প্রতিযোগিতার আয়োজক ছিল।
প্রতিযোগিতা চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।
মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মোর্লে বৃহস্পতিবার (৮ জুন) এক সংবাদ সম্মেলনে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এটিকে ঘিরে ভারতের অনন্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় স্থানগুলো বাকি বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য তার তর সইছে না।
মাসব্যাপী এ আয়োজনে ১৩০টির বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। এ প্রসঙ্গে জুলিয়া মোর্লে বলেন, মিস ওয়ার্ল্ড-২০২৩ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের জাতীয় চ্যাম্পিয়ন (প্রতিযোগী) তাদের কৃতিত্ব প্রদর্শন করবেন। এটি হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড (বিশ্ব সুন্দরী) প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ফাইনাল।
বর্তমান মিস ওয়ার্ল্ড পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি আসন্ন প্রতিযোগিতার কথা বিশ্বে প্রচার করছেন।
ক্যারোলিনা বলেছেন, তিনি এ সুন্দর দেশে (ভারত) প্রতিযোগিতার মুকুট হস্তান্তর করতে পারবেন ভেবে উচ্ছ্বসিত। এখন পর্যন্ত ভারতের ছজন প্রতিযোগী মর্যাদাপূর্ণ এ মুকুট জয় করেছেন। এরা হলেন: রীতা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তামুখী (১৯৯৯), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) ও মানুষি ছিল্লার (২০১৭)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।