৩টি শাপলা পাতা মাছ ৭২ হাজারে বিক্রি

তিনটি শাপলা পাতা

বিনোদন ডেস্ক : নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশালকৃতির তিনটি শাপলা পাতা মাছ। পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছগুলো কিনে নেয়।

তিনটি শাপলা পাতা

বুধবার (২৭ ডিসেম্বর) জেলেরা মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে। সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো. বাবু বলেন, সাত দিন আগে জাহাজমারার কাটাখালীর সামছু মাঝির জালে মাছগুলো ধরা পড়ে। চার মণেরও বেশি ওজনের মাছগুলো ৭২ হাজার টাকায় বিক্রি হয়।

বয়সে ছোট সঙ্গীকে মানিয়ে নেবার নিয়ম, অনেকেই জানেন না

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে সামছু মাঝির জালে ৩টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। আজ মাছগুলো চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে। এর মধ্যে একটির ওজন ৫০ কেজি, আরেকটির ৬০ কেজি এবং অন্যটির ৬১ কেজি।