জুমার নামাজে মসজিদের ওপর গাছ পড়ে ৩ মুসল্লি আহত

জুমবাংলা ডেস্ক : বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মসজিদের ওপর গাছ ভেঙে পড়ে তিন মুসল্লি আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার উপজেলার দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের ফকিরহাট জামে মসজিদে জুমার নামাজ শুরুর আগে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের কেরামত আলী (৬০), ফরহাদ হাওলাদার (৪৮) ও ফরহাদ ফকির (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের ফকিরহাট জামে মসজিদে মুসল্লিরা জুমার নামাজ পড়ছিলেন। এ সময় ঘূর্ণিঝড়ের প্রভাবে মসজিদের পাশে চাম্বল গাছ ভেঙে পড়ে কেরামত আলী, ফরহাদ হাওলাদার ও ফরহাদ ফকির আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মিধিলির মধ্যে জুমার নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে আসেন।

জুমার নামাজ শুরুর আগে হঠাৎ ঝড়ে একটি চাম্বল গাছ ভেঙে মসজিদের ওপর পড়ে তিন মুসল্লি আহত হন। এ সময় গাছচাপায় মসজিদের টিনের ছাউনি দুমড়েমুচড়ে যায়।