৩০ ঘন্টা লড়ে মৃত্যুর কোলে ঢলে পরলেন পুলিশ সদস্য

পুলিশ সদস্য

জুমবাংলা ডেস্ক : কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় আহত পু‌লিশ সদস্য ৩০ ঘন্টা লড়ে মৃত্যুর কোলে ঢলে পরলেন। মঙ্গলবার (১২ জুলাই) রাত সা‌ড়ে ৮টার দি‌কে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই পু‌লিশ সদস্যের নাম আরিফুল ইসলাম (২৪)। তি‌নি উপ‌জেলার দুর্গাপুর বাজা‌র এলাকার অবসরপ্রাপ্ত পু‌লিশ সদস্য নুর মোহাম্ম‌দের পুত্র।

পুলিশ সদস্য

পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, আরিফুল ইসলাম রাজধানীর মিরপুর থানায় (দাঙ্গা দমন বিভা‌গে) কনস্টেবল প‌দে কর্মরত ছি‌লেন। ঈদুল আজহার ছু‌টি‌তে বা‌ড়ি‌তে আসেন তি‌নি। গত সোমবার (১১ জুলাই) দুপু‌র আড়াইটার দি‌কে স্ত্রীসহ মোটরসাইকেলযো‌গে চিলমারী যাওয়ার প‌থে ব্র্যাক অফিসের সাম‌নে ‌পৌঁছ‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ব‌্যাটারিচা‌লিত অটো‌রিকশা‌কে সাইড দি‌তে গি‌য়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিট‌কে প‌ড়ে গুরুতর আহত হন।

এ সময় এলাকাবাসী তা‌দের উদ্ধার ক‌রে উলিপুর স্বাস্থ্য কম‌প্লেক্সে নি‌য়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক আরিফুল ও তার স্ত্রী‌কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠান।

‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ এই পঙ্গামিয়া গাছ

গতকাল মঙ্গলবার (১২ জুলাই) রাত সা‌ড়ে ৮টার দি‌কে রংপুর মে‌ডি‌ক্যা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান আরিফুল। উলিপুর থানার প‌ু‌লিশ প‌রিদর্শক রুহুল আমিন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।