জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর পদ্মা নদীতে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলার জেলে নিমাইয়ের জালে মাছটি ধরা পড়ে বলে জানায় স্থানীয়রা। তিনি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. সোহেল মোল্লার কাছে মাছটি বিক্রি করেন।
ফেরিঘাটের সুমাইয়া মৎস্য আড়তের ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, ‘মাছটি বিক্রির জন্য নিমাই আমাকে ফোন করেন। আমি তাকে মাছটি নিয়ে আসতে অনুরোধ করি। সে মাছটি নিয়ে আমার দোকানে আসেন। মাপার পর দেখা যায় মাছটির ওজন দাঁড়িয়েছে ৩০ কেজি।
পরে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪০ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করি। মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করি এবং আমার নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করি। এরপর এক ইতালি প্রবাসী আমাকে ফোন করেন। আমি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি ৪৫ হাজার টাকায় বিক্রি করেছি। তিনি আমাকে মাছটি মাদারীপুর জেলায় গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। আমি সেই ব্যবস্থা করেছি।’
প্রসঙ্গত, পদ্মা নদীসহ বিভিন্ন নদী থেকে জেলেরা প্রায়ই বাঘাইড় মাছ ধরে বিক্রি করেন। বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মাছটিকে বিপন্ন প্রাণী হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে পদ্মা থেকে বাঘাইড় মাছ অবাধে ধরা ও বিক্রি হচ্ছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা বলেন, ‘পদ্মা নদী থেকে একটি বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে বলে শুনেছি। এই মাছের ক্ষেত্রে বনবিভাগ আইন প্রয়োগ করতে পারবেন। তবে বিভিন্ন সভা-সেমিনারে আমরা বাঘাইড় মাছ ধরা বন্ধের ব্যাপারে জেলেদের অনুরোধ করে থাকি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।