আবির হোসেন সজল : তীব্র শীতে বিপর্যস্ত লালমনিরহাটের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সদর উপজেলার মোঘলহাট এলাকায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।

সোমবার (১২ জানুয়ারি) সকালে মোঘলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম।
তিনি বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক দায়িত্ব পালন করাও আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, প্রচণ্ড শীতের এই সময়ে বিজিবির শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শীতার্ত মানুষের জীবনে তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


