জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক বাজারে রেকর্ড হারে বাড়ছে মুদ্রাস্ফীতি। তাই বেশির ভাগ মানুষই সোনার মত মূল্যবান জিনিস কেনার দিকে ঝুঁকছেন । তবে বর্তমানে সোনার পাশাপাশি রুপোর দাম আকাশছোঁয়া । এই আবহে এবার ৪০০ বছরের পুরানো একটি রুপোর মুদ্রা বিক্রি হল প্রায় ৩০ কোটি টাকায়। যা ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে।
জানা গিয়েছে, এই রুপোর মুদ্রাটি তৈরি হয়েছিল ১৬৫২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে। যা আমেরিকান বিপ্লবের অনেক আগেই। সম্প্রতি এই রুপোর মুদ্রাটি নিলামে ওঠে। Stacks and Bowers নামের এক নিলাম সংস্থা এই মুদ্রাটি প্রায় ৩০ কোটি টাকায় বিক্রি করেছে । আর এই ঘটনা থেকে একথা প্রমাণিত যে, বর্তমান সময় দাঁড়িয়েও এখন পুরানো মুদ্রার প্রতি আকর্ষণ রয়েছে আমজনতার।
নিলাম সংস্থার তরফে জানান হয়েছে, এই রুপোর মুদ্রাটি তাদের ৫৮তম নিলামের মধ্যে একটি। এরআগে 1936 Nobel Peace Prize Medal-এর মতো বেশ কিছু মূল্যবান সামগ্রী বিক্রি করেছে সংস্থা।
শুধু তাই নয় একটি আমেরিকান মুদ্রা কিছুদিন আগে প্রায় ৭ কোটি টাকায় নিলামে বিক্রি হয়। আর এবার ৪০০ বছরের পুরানো মুদ্রা ৩০ কোটি টাকায় বিক্রি হওয়ায় বিশ্ব অর্থনীতি বাজারে নজির সৃষ্টি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।