৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের বাবা

সন্তানের বাবা

আন্তর্জাতিক ডেস্ক : ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের বাবা হয়েছেন নেদারল্যান্ডসের এক ব্যক্তি। সম্প্রতি দেশটির ডোনারকাইন্ড ফাউন্ডেশন নামক সংস্থা এমন দাবি করেছে। খবর দ্য টেলিগ্রাফ‘র।

সন্তানের বাবা

ডোনারকাইন্ড ফাউন্ডেশন সংস্থাটি শুক্রাণুদানের মাধ্যমে সন্তান ধারণে অপারগ দম্পতিদের সন্তানধারণে সাহায্য করে। সংস্থার দাবি, এই ‘সিরিয়াল ডোনার’ কেবল দেশি নয়, বিদেশি নারীদেরও সন্তানলাভের সুযোগ করে দিয়েছেন।

তবে সম্প্রতি সেই যুবকের এক সন্তানের মা আদালতে তার এই শুক্রাণু দান নিয়ে আপত্তি জানিয়েছেন। তার সন্তানের মা আদালতে গিয়ে বলেছেন, ঐ যুবককে আর শুক্রাণুদানের অনুমতি যেন না দেয়া হয়।

নারীর দাবি, যুবকের এই কাজের ফলে সন্তানের বিকলাঙ্গ হওয়ার এবং মানসিক ভারসাম্যহীন হয়ে জন্ম নেয়ার প্রবণতা বাড়ছে।

ম্যাডাম না বলে আপা বলায় সাংবাদিকের ওপর চটলেন চিকিৎসক

প্রসঙ্গত, নেদারল্যান্ডের স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, একজন শুক্রাণুদাতা সর্বোচ্চ ২৫ সন্তানের বাবা হতে পারেন। তবে এর বেশি করলেও তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না।