বিনোদন ডেস্ক : মনোকিনিতে রাইমা সেন ছবি শেয়ার করেছেন সম্প্রতি। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছবি দেখে সবাই হাঁ হয়ে গিয়েছে। রাইমা সেনের নতুন লুক দেখে সবাই প্রশংসা করছেন।
রাইমা সেনের চোখের নেশায় সবাই মাতোয়ারা! তাঁর সৌন্দর্য দেখে পাগল হননি, এমন অনুরাগী বোধ হয় সত্যিই খুঁজে পাওয়া যায় না। রাইমা সেনকে দেখে অনেকেরই মনে পড়ে যায় মহানায়িকা সুচিত্রা সেনের কথা! তাঁর মুখের আদলের সঙ্গে মিল খুঁজে পান দিদিমা সুচিত্রা সেনের। রাইমার অভিনয় দক্ষতার জন্যেও যেমন তাঁর প্রশংসা করা হয়। টলিউডের মেনস্ট্রিমের পাশাপাশি অন্য ধরার ছবিতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে। একাধিক ওয়েব সিরিজেও নজর কেড়েছেন রাইমা।
যাই হোক, শুধুমাত্রই তাঁর অভিনয়ের জন্য তিনি প্রশংসা পান তা নয়, বরং তাঁর স্টাইলিং ও অসাধারণ ফ্যাশন সেন্সের জন্যেও রাইমাকে নিয়ে সব সময় আলোচনা চলতেই থাকে। সম্প্রতি এমন বোল্ড ফটোশ্যুট করালেন রাইমা সেন যে, তাঁকে দেখে চোখ ফেরানো দায় হল! রাইমাকে দেখে টুপটাপ প্রেমে পড়লেন সবাই। দেখে নিন রাইমার এই লুকের ছবি
রাইমা সেনের এক একটি লুক দেখার মতো! এতটাই চমৎকার দেখতে লাগে তাঁকে। কখনও শাড়িতে তাক লাগান এই অভিনেত্রী। আবার কখনও কখনও সম্পূর্ণ পশ্চিমী পোশাকে চমকে দেন সবাইকে। এবার যদিও এর কোনওটাই হল না। বরং, মনোকিনিতে তিনি প্রকাশ্যে এলেন।
একটি প্রিন্টেড মনোকিনি পরে তিনি বোল্ড ফটোশ্যুট করালেন। সবুজের এই বিশেষ শেডের অধিকাংশই এই মনোকিনিতে রয়েছে। আর সবুজ মনোকিনিতে চমৎকার দেখাচ্ছ তাঁকে। টোনড পা ফ্লন্ট করার সুযোগ ছাড়েননি অভিনেত্রী। কমেন্টে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা!
সুইমস্যুটেও যে এরকম একটি অসাধারণ লুক ক্যারি করা যায়, তা বুঝিয়ে দিয়েছেন রাইমা সেন। দুর্দান্ত একটি লুক তিনি ক্যারি করেছেন। তাঁর এই লুকে রয়েছে একাধিক হট এলিমেন্ট, যা দেখে চোখ ফেরানো প্রায় দায়! রাইমা সেন পরেছেন একটি প্রিন্টেড মনোকিনি। ফরেস্ট প্রিন্ট রয়েছে সম্পূর্ণ মনোকিনি জুড়েই। সবুজের আধিক্যই বেশি রয়েছে এই মনোকিনিতে।
গাছপাতা প্রিন্ট করা রয়েছে। এছাড়াও উড়ে যাচ্ছে কয়েকটি পাখি। রাইমার এই মনোকিনিটি এক ঝলক দেখলে মনে হবে যে, একটি সম্পূর্ণ জঙ্গলই হয়তো এই মনোকিনিতে উঠে এসেছে। আর এই সবুজ রঙ তাঁর লুকে যোগ করেছে হট টাচ। তাই কি না?
এই মনোকিনিতে রয়েছে টাই আপ ডিটেলিং। মনোকিনির সামনের দিকেই এই টাই আপ ডিটেলিং যোগ করা হয়েছে। আর সত্যি বলতে মনোকিনির সামনের দিকে এই ডিটেলিং সবার নজর টানছে। ডিপ নেকলাইন যোগ করা হয়েছে মনোকিনিতে।
বডিহাগিং এই মনোকিনি রাইমার ফিগারকে দারুণ কমপ্লিমেন্ট দিচ্ছে। সেই কথা অস্বীকার করার কোনও জায়গাই নেই। তাই না! তাঁর কার্ভ খুব ভালো হাইলাইট হয়েছে। এই মনোকিনিতে কোনও স্ট্র্যাপ নেই। স্ট্র্যাপলেস এই মনোকিনিটি। আর যোগ করা হয়েছে ডিপ নেকলাইন। ডিপ নেকে হটনেস বেড়েছে একশো গুণ।
নিয়ন এখন ফ্যাশন দুনিয়ায় এবং বিউটি দুনিয়াতেও ট্রেন্ড! পোশাকেও যেমন নিয়ন রঙ ট্রেন্ড করছে। আবার নিয়ন আই লাইনার বা নিয়ন আইশ্যাডোও খুব ট্রেন্ডিং! অনেকেই এই ধরনের আই মেকআপ করছেন। নিয়ন ট্রেন্ডে গা ভাসিয়েছে হলিউড থেকে বলিউডও। কিন্তু খাস বাঙালি অভিনেত্রীও যে এই ট্রেন্ডের সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তা বুঝিয়ে দিলেন রাইমা।
সাধে কি আর এই অভিনেত্রীকে ফ্যাশনিস্তা বলা হয়! এই মনোকিনির সঙ্গে কাঁধের উপর ফেলে রাখলেন একটি নিয়ন সবুজ রঙের ব্লেজার। এতে তাঁর কাঁধও রিভিল হল না, আবার দুর্দান্ত একটি টাচও যোগ করল। দেখুন, প্রত্যেক ছবিতেই। এই নিয়ন রঙা ব্লেজারে রয়েছে কলার ডিটেলিং।
আর ফুল স্লিভ এই ব্লেজার। বোতাম ও ব্লেজারের নিচের দিকে পকেট যোগ করা হয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত মানিয়েছে এই ব্লেজার! থাই লেন্থের এই লং ব্লেজার সম্পূর্ণ লুকটাই বদলে দিয়েছে!
এই মনোকিনির সঙ্গে এক জোড়া গোলাপি হিলস স্টাইল করেছেন রাইমা সেন। গোলাপি হিলস ফ্লন্ট করেছেন পোজ দেওয়ার সময়, তা রাইমাকে দেখেই আন্দাজ করা যাচ্ছে! তাই না? এমনকী ফটোশ্যুটে নিজের টোনড পাও ফ্লন্ট করতে ভোলেননি তিনি। তাঁকে দেখে একজন কমেন্টে লিখেছেন, “কিলার লেগ”!
হাই বান করেছেন রাইমা। মেকআপও অসাধারণ। আইল্যাশকে হাইলাইট করেছেন। আই মেকআপে রেখেছেন স্মোকি টাচ। শার্প কন্টোর ও বিমিং হাইলাইটারে তাঁর লুক অসাধারণ! এর সঙ্গে মানানসই গোল্ডেন ইয়াররিংসও পরেছেন। সব মিলিয়ে এই ৪২ বছর বয়সেও আগুন লাগাচ্ছেন রাইমা! যে কোনও তরুণীই তাঁকে দেখে হিংসে করতে পারেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।