জুমবাংলা ডেস্ক : গ্রাহকদের অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা বলে শতাধিক গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে পালিয়েছেন পিয়ন। সিরাজগঞ্জের জনতা ব্যাংকের শাহজাদপুর শাখায় এ ঘটনা ঘটেছে।
রবিবার (৯ জুলাই) বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী গ্রাহকরা ম্যানেজারের অফিস ঘেরাও করেন।
জানা যায়, ব্যাংকটির পিয়ন রঞ্জু আকন্দ গ্রাহকদের কাছ থেকে টাকা জমা দেওয়ার কথা বলে টাকা রাখতেন। বিপরীতে তিনি জমা রশিদ সরবরাহ করতেন। কিন্তু সে টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা দিতেন না। নিজের কাছে রেখে দিতেন। পরে কোনো গ্রাহক টাকা তুলতে আসলে একইভাবে চেক নিয়ে নিজের কাছে থাকা টাকা থেকে গ্রাহকদের সরবরাহ করতেন। এভাবে তিনি প্রায় ৫ কোটি টাকা মেরে দেন।
এদিকে পিয়ন রঞ্জু ঈদের ছুটির পর কর্মস্থলে যোগ দেননি। গ্রাহকেরা ব্যাংকে এসে নিজেদের অ্যাকাউন্টে টাকা দেখতে না পেয়ে প্রতারণার বিষয়টি টের পান। পরে তারা ব্যাংকে হট্টগোল করেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজাদ্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ব্যাংক কর্তৃপক্ষ পিয়ন কর্মস্থলে আসেনি মর্মে একটি অভিযোগ দিয়েছেন। তবে টাকা আত্মসাতের বিষয়ে কিছু জানায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পিয়ন রঞ্জু আকন্দ শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা মহল্লার নুরুল আকন্দের ছেলে।
সূত্র : ডিবিসি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।