লাইফস্টাইল ডেস্ক : রিফ্লেক্সোলজি ও ম্যাসাজের জন্য সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে জাপানিজ থেরাপি। শরীরের বিভিন্ন অংশে চাপ দিয়ে কমিয়ে ফেলা যায় বিভিন্ন সমস্যা। আমাদের হাতের প্রতিটা আঙুলের সঙ্গে সম্পর্ক রয়েছে কোনও না কোনও আবেগের। জেনে নিন কী ভাবে হাতের ম্যাসাজ করে ৫ মিনিটের মধ্যে কমিয়ে ফেলতে পারেন উদ্বেগ, স্ট্রেস-
১। অঙ্গুষ্ঠা বা বুড়ো আঙুলের সঙ্গে যুক্ত উত্কণ্ঠা বা চিন্তা।
২। তর্জনী নির্দেশ করে ভয়।
৩। মধ্যমার সঙ্গে যোগ রয়েছে রাগের।
৪। অনামিকার সঙ্গে জড়িত থাকে দুঃখের অনুভূতি।
৫। কনিষ্ঠার সঙ্গে জড়িয়ে রয়েছে আত্মসম্মান।
৬। এক হাত দিয়ে অন্য হাতের বুড়ো আঙুল চেপে ধরুন। ১-২ মিনিট ধরে রেখে ছেড়ে দিন। পরপর প্রতিটা আঙুল একই পদ্ধতিতে একই ভাবে মাসাজ করুন।
৭। বুড়ো আঙুল দিয়ে হাতের তালুর একদম মাঝখানে চাপ দিন। ১-২ মিনিট ধরে থাকুন।
৮। একই পদ্ধতি অন্য হাতও মাসাজ করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।