বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সব বন্ধুদের গ্রুপেই এমন একজন থাকেন, ছবি তোলার সময়ে যিনি নিজের ফোনটা এগিয়ে দেন বা সবাই ওঁর ফোনেই ছবি তুলতে চান। কারণটা সহজ- খরচ করে কেনা ফোনের দারুন কোয়ালিটির ক্যামেরা। এর জন্য নিজের পকেটের দিকে তাকিয়ে দীর্ঘনিশ্বাস ফেলার দিন কিন্তু এখন আর নেই। ইএমআই অপশনে আমরা যে কেউ নিজেদের পছন্দের ফোন কিনতে পারি। খুব বেশি খরচ করতে না চাইলেও মুষড়ে পড়ার দরকার নেই- এই ৫ ফোন ১০ হাজার টাকার মধ্যেই তাদের উন্নতমানের ৫০ মেগাপিক্সেল ক্যামেরার জন্য বাজার কাঁপাচ্ছে।
অ্যামাজন থেকে আমরা এই ফোন মাত্র ৮,৪৯৯ টাকায় কিনতে পারি। ৫০ এমপি+২ এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর, ৯০ হার্ৎজ ডিসপ্লে- ফিচার খুব খারাপ কিছু নয়। সেলফি ক্যামেরা? ৮ এমপি-র, এই বাজেটে এটুকু মানিয়ে নেওয়া যেতেই পারে, তাই না?
Motorola E32
অ্যামাজন থেকে আমরা এই ফোন মাত্র ৮,৪৯৯ টাকায় কিনতে পারি। ৫০ এমপি+২ এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর, ৯০ হার্ৎজ ডিসপ্লে- ফিচার খুব খারাপ কিছু নয়। সেলফি ক্যামেরা? ৮ এমপি-র, এই বাজেটে এটুকু মানিয়ে নেওয়া যেতেই পারে, তাই না?
দারুন কোয়ালিটির ক্যামেরার জন্য POCO-র ফোনের কদর এখন অনেক ঘরেই। এই ফোনও সেই দাবি মেটাবে ইউজারের ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি আর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সঙ্গে। ফ্লিপকার্টে এর দাম পড়ছে ৭,৯৯৯ টাকা।
POCO C55
দারুন কোয়ালিটির ক্যামেরার জন্য POCO-র ফোনের কদর এখন অনেক ঘরেই। এই ফোনও সেই দাবি মেটাবে ইউজারের ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি আর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সঙ্গে। ফ্লিপকার্টে এর দাম পড়ছে ৭,৯৯৯ টাকা।
সস্তায় পুষ্টিকর ফোন চাইলে দেশ বোধহয় হালে Realme-র দিকেই ঝুঁকবে। ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি আর ইউনিসক টি৬১২ প্রসেসরের এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে ৯,৯৯৫ টাকায়।
Realme C33 2023
সস্তায় পুষ্টিকর ফোন চাইলে দেশ বোধহয় হালে Realme-র দিকেই ঝুঁকবে। ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি আর ইউনিসক টি৬১২ প্রসেসরের এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে ৯,৯৯৫ টাকায়।
Realme-র মতোই দেশের আরেক জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড REDMI। এই মডেলও হতাশ করবে না ৫০ এমপি+২ এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬০০০ এমএএইচ ব্যাটারি আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের দৌলতে। ফ্লিপকার্টে এর দাম পড়ছে ৯,৪৯৯ টাকা।
REDMI 10
Realme-র মতোই দেশের আরেক জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড REDMI। এই মডেলও হতাশ করবে না ৫০ এমপি+২ এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬০০০ এমএএইচ ব্যাটারি আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের দৌলতে। ফ্লিপকার্টে এর দাম পড়ছে ৯,৪৯৯ টাকা।
Tecno Spark 9T
স্পার্ক শুধু নামেই নয়, আছে ফোনের ফিচারেও। ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, হেলিও জি৩৫ গেমিং প্রসেসর, লার্জ ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১৮ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট- আর কী চাই! অ্যামাজনে মাত্র ৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।