সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিন একই চাকরিতে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার মতে, পাঁচ বছরের বেশি সময় সরকারি চাকরিতে থাকলে কর্মকর্তাদের চিন্তাধারা একরকম হয়ে যায় এবং সৃজনশীলতা কমে আসে।

বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ড. ইউনূস বলেন, সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য ও বাস্তবতা বদলে গেলেও অনেক প্রতিষ্ঠান পুরোনো ধ্যান-ধারণা আঁকড়ে ধরে রাখে। এ কারণেই প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুনভাবে সাজানো ও পুনর্গঠন করা প্রয়োজন।
চাকরির প্রতি অতিরিক্ত ঝোঁক থেকে বেরিয়ে এসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা বাস্তবসম্মত নয়। এটি এক ধরনের দাসত্বমূলক চিন্তা। উদ্যোক্তা তৈরি করতে সরকারকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, এই আন্দোলন দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার সূচনা করেছে। ভবিষ্যতে জুলাই আন্দোলনের তরুণরাই বিশ্ব নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


