বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিষয় সকলের সামনে নিয়ে আসে যেখান থেকে নতুন রহস্য তৈরি হয়। বহু কাহিনী এমন থাকে যার বাস্তব ভিত্তি মেলা খুব কঠিন। প্রকৃতি থেকে বহু প্রাণী রয়েছে যারা হারিয়ে গেছে। আবার যুগের পর যুগ পরে তারা ফের ফিরে এসেছে পৃথিবীতে।
এমনই এক বিরল মাছের কাহিনী সামনে এলো যা হারিয়ে গিয়েছিল ৬০ মিলিয়ন বছর আগে। এবার ফের তার দেখা মিলল। দক্ষিণ আফ্রিকার একটি নদী থেকে এমনই একটি মাছ সম্প্রতি জেলেদের জালে ধরা পড়েছে।
এই মাছটিকে নিয়ে উৎসাহের অন্ত ছিল না। তবে দেখা গেল এটির সঙ্গে বর্তমান সময়ের মাছেদের কোনও মিল নেই। এরপর এটিকে বিক্রি না করে তারা সেটিকে গবেষণাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বিজ্ঞানীরা মাছটিকে নিয়ে ভাল করে পরীক্ষা করেন। সেখান থেকে তারা দেখেন এটি প্রায় ৬০ মিলিয়ন যুগ আগে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। তবে সেখান থেকে ফের একবার নিজেকে ফিরে পেয়েছে। এটি নদীর গভীর পানির বাসিন্দা। তবে কেন এতগুলি বছর পর ফের এদের দেখা যাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।
যে আকারে এই মাছটিকে দেখা গেছে সেখান থেকে মনে করা হচ্ছে এটি পূর্বের তুলনায় অনেক বড় হিসেবে সামনে এসেছে। মানে হল পানির নিচে এতগুলি বছর ধরে এরা কোথাও লুকিয়ে থাকতে পারে।
সেখান থেকে নিজেদের বংশকে এরা ধীরে ধীরে বৃদ্ধি করেছে। এরপর হঠাৎ করে ফের একবার এরা সকলের সামনে চলে এসেছে। এই মাছ প্রচুর ছোট মাছকে খেয়ে সক্ষম। ফলে এদের জোর নিয়ে কোনও ধারণা করা যাচ্ছে না।
পানির অতি গভীরে থাকতে পছন্দ করে এই মাছ। ফলে সেখানে এদের আরও সদস্য থাকতে পারে। এবার তাদের খোঁজ করা হবে বলে খবর মিলেছে। দ্রুত শিকারকে কাবু করে তাকে টুকরো টুকরো করার ক্ষমতা রয়েছে এই মাছের। তাহলে কী পৃথিবীতে ফিরছে হারিয়ে যাওয়া প্রাণীরা। চিন্তা সেখানেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।