জুমবাংলা ডেস্ক : জুলেখা বেগমের কোল থেকে পানিতে পড়ে যায় সাত বছরের সন্তান তানজিলা। একমুহূর্ত না ভেবে মেয়েকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন জুলেখা। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় জুলেখার। উদ্ধারের পর সুস্থ আছে তানজিলা।
আজ মঙ্গলবার দুপুরে এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জুড়াইল হাওরে। জুলেখা বেগম (৩২) জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, জুলেখা বেগম মেয়ে তানজিলাকে নিয়ে অন্যদের সাথে একটি ডিঙি নৌকায় করে জুড়াইল হাওরে বেড়াতে গিয়েছিলেন। এক পর্যায়ে বাতাসের কারণে নৌকাটি দুলতে শুরু করলে তানজিলা তার মায়ের কোল থেকে ছিটকে পানিতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে নৌকা থেকে হাওরে ঝাঁপ দেন জুলেখা। নৌকার যাত্রীরা উভয়কেই পানি থেকে উদ্ধার করেন। উদ্ধার শিশুটি সুস্থ থাকলেও জুলেখা ঘটনাস্থলেই মারা যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জুলেখা বেগমের স্বামী ঢাকা থেকে রওনা হয়েছেন। বাড়িতে এলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।