জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক পশুর হাট মুক্ত রাখা ও কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) ফেনী সদর, দাগনভূঞা, ছাগলনাইয়া ও সোনাগাজীর বিভিন্ন পশুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও সুন্দরপুর অস্থায়ী পশুর হাটে অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা। অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯(২) ধারায় এক ব্যক্তিকে আইন ভঙ্গ করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলার কালীদহের হাজীর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮২(১) ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ছাগলনাইয়া উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। অভিযানে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জুয়া কোম্পানির প্রচারে যুক্ত তারকাদের সতর্ক করলেন প্রতিমন্ত্রী
সোনাগাজী উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮ ধারায় এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৪ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।