আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্কের বাবা ইরল মাস্ক দাবি করেছেন, কলম্বিয়ার একটি সংস্থা তাঁর শুক্রাণু সংগ্রহ করতে ইচ্ছুক। ওই প্রস্তাবে তিনি রাজি বলেও জানিয়েছেন ইরল।
নিত্যনতুন কর্মকাণ্ডে প্রায়শই শিরোনামে চলে আসেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। তবে শিরোনাম দখলের লড়াইতে পিছিয়ে নেই তাঁর বাবা ইরল মাস্কও। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ৭৬ বছর বয়সি ইরল দাবি করেছেন, বহু মহিলাই তাঁর সন্তানের মা হতে চান, তাই নিজের শুক্রাণু দান করতে ইচ্ছুক তিনি।
সংবাদমাধ্যমে ইরল দাবি করেছেন, কলম্বিয়ার একটি সংস্থা তাঁর শুক্রাণু সংগ্রহ করতে ইচ্ছুক। ইলনের মতো ধনকুবেরের জন্ম যিনি দিয়েছেন তাঁর শুক্রাণু ব্যবহার করেই নাকি অন্তঃসত্ত্বা হতে চান দক্ষিণ আমেরিকার বহু উচ্চবিত্ত মহিলা। আর সে জন্যই ওই সংস্থা তাঁর শুক্রাণু সংগ্রহ করতে চান বলে দাবি ইরল মাস্কের। নাম না প্রকাশ করলেও ওই সংস্থার প্রস্তাবে তিনি রাজি বলেই জানিয়েছেন ইরল।
ইরল মাস্কের জীবনও কিন্তু কম বর্ণময় নয়। তিন নারীর সঙ্গে সাত সন্তান রয়েছে তাঁর। নিজের ৩৫ বছর বয়সি সৎকন্যার সন্তানের সঙ্গেও দুই সন্তান রয়েছে তাঁর। কিছু দিন আগে ইরল জানিয়েছিলেন, তাঁর মতে পৃথিবীতে মানুষের একমাত্র কাজই হল সন্তান উৎপাদন করা। ওই সংস্থাটি তাঁর জন্য পাঁচতারা হোটেলে থাকার বন্দোবস্ত করেছে বলেও দাবি করেছেন ইরল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।