জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে খাঁচায় বন্দি অবস্থায় মা বালিহাঁসসহ আটটি ছানা উদ্ধার করেছে দি বার্ড সেফটি হাউজের সদস্যরা।
রোববার (৫ জুন) বিকেলে উপজেলার মালতিডাঙ্গা গ্রাম থেকে হাঁসগুলো উদ্ধার করা হয়।
পরে একই এলাকার একটি নিরাপদ পুকুরে সেগুলো অবমুক্ত করা হয়।
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, মালতিডাঙ্গা গ্রামে উঁচু একটি গাছের বাসা থেকে পড়ে গিয়েছিল বালিহাঁসের বাচ্চাগুলো। গ্রামের ফিরোজ নামের এক ব্যক্তি তা দেখতে পেয়ে মাসহ ছানাগুলোকে বাড়িতে এনে খাঁচায় বন্দি করে রেখে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করার পর স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয়। দি বার্ড সেফটি হাউসের সদস্যরা পাখিগুলোর নজরদারি করবেন।
তিনি বলেন, পাখিদের কোলাহল, কলরব, ডানা মেলে অবাধ বিচরণ আর ঝাঁকে ঝাঁকে দেশি ও অতিথি পাখিদের আগমন সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। আর এই দেশি ও অতিথি পাখি রক্ষায় একান্তভাবে কাজ করে যাচ্ছে আমার সংগঠন সংগঠন। সূত্র : বাংলানিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।