জুমবাংলা ডেস্ক : রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (৫ মার্চ) দিনগত রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ৩টা ৮ মিনিটে গাবতলীতে অবস্থিত শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
রাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার ফাইটার সদস্যদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনীর সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।