আন্তর্জাতিক ডেস্ক : ৮০০ বছরের পুরনো গাছের সৌন্দর্যে মুগ্ধ হয় সকলে। সম্প্রতি সেই গাছের ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। পৃথিবীতে এমন এক সময় ছিল যখন চারিদিকে শুধুই দেখা যেত গাছপালা। গোটা জীবজগৎ গাছের আশ্রয়েই বেড়ে উঠেছে। যদিও এমন অসংখ্য গাছ রয়েছে যেগুলির সম্পর্কে খুব কম মানুষই জানে।
আর নগরায়নের ফলে গাছ যে ক্রমশ কমছে তা বলাই বাহুল্য। তবু এখনও এমন গাছও রয়েছে, যা নাকি ৮০০ বছরের পুরনো! ঠিক সোনার মতো হলুদ গাছটির নাম ‘জিঙ্কগো ট্রি’। সম্প্রতি সেই গাছের ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
This ginkgo tree, in the village of Bangye-ri in South Korea,
is thought to be at least 800 years old
pic.twitter.com/0NxlFQ0USd— Science girl (@gunsnrosesgirl3) December 4, 2023
কোরিয়ার বাংয়ে-রি গ্রামে ‘জিঙ্কগো ট্রি’ রয়েছে। শুধু ৮০০ বছরের পুরনো বলে নয়, এই গাছের সৌন্দর্যেও মুগ্ধ হয় সকলে।
তাই তো দূর দূরান্ত থেকে প্রায়ই গ্রামে ভিড় জমান পর্যটকরা। অপরূপ সুন্দর গাছটির একটি ভিডিও বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।