ব্রাজিলিয়ান দম্পতির ৮৪ বছরের সংসার, নাতি-নাতনির সংখ্যা ১০০

brazilian-couples

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সমস্ত বাধা উপেক্ষা করে সারাজীবন একসঙ্গে কাটাবেন। সেই থেকে প্রতিশ্রুতিবদ্ধ দু’জনে। একসঙ্গে সংসার করে কাটিয়ে ফেললেন ৮৪ বছর। এতগুলো বছর তো মুখের কথা নয়। কিন্তু ৮৪ বছর একসঙ্গে থাকার পরেও তাঁদের মধ্যে প্রেম অটুট। কয়েক দশক সংসার করেই বিশ্বরেকর্ড গড়ল এক ব্রাজিলিয়ান দম্পতি

brazilian-couples

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ম্যানোয়েল ডিনোর বয়স এখন ১০৫ বছর। তাঁর স্ত্রী মারিয়া ডি’সুজা ডিনো এখন ১০১ বছর বয়সি। ১৯৩৬ সালে দু’জনের আলাপ হয়। সেই থেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। চার বছর পর ১৯৪০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সেই থেকে এখনও পর্যন্ত ৮৪ বছর ৭৭ দিন সংসার করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, ব্রাজিলিয়ান এই দম্পতির ১৩টি সন্তান রয়েছে। নাতি নাতনির সংখ্যা ৫৪ জন। তাঁদেরও আবার সন্তান রয়েছে। সবমিলিয়ে ১০০ জন নাতি-নাতনি রয়েছে দম্পতির। পরিবারের অমতেই দু’জনে সংসার শুরু করেছিলেন। সেখান থেকে আজ তাঁদের সংসারে ১০০ জনের বেশি সদস্য র রয়েছেন। বয়সজনিত কারণে শয্যাশায়ী দু’জনেই। কিন্তু প্রতিদিন একে অপরের সঙ্গে গল্প করে খাওয়াদাওয়া করতে পছন্দ করেন। তাঁদের এই প্রেমের কাহিনি অবাক করেছে গোটা বিশ্বকে।