৯ মাসে ১৯১টি ড্রোন পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে

১৯১টি ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নিরাপত্তা বাহিনী গত নয় মাসে পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে ১৯১টি ড্রোনের অবৈধ প্রবেশ পর্যবেক্ষণ করেছে। এর ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৯১টি ড্রোন

প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের অবৈধ প্রচেষ্টা বজায় রাখায় ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন নিরাপত্তা বাহিনীর ইনপুট শেয়ার করেছে।

এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, পর্যবেক্ষণ করা ১৯১টি ড্রোনের মধ্যে ১৭১টি পাঞ্জাব সেক্টর বরাবর ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। জম্মু সেক্টরে ২০টি ড্রোন দেখা গেছে। ভারত-পাকিস্তান সীমান্তে আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) পর্যবেক্ষণটি পাঞ্জাব এবং জম্মু সীমান্তে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাস কার্যকর ছিল।

এই ড্রোন বা ইউএভিগুলোর বেশিরভাগই পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা মোট সাতটি ড্রোন গুলি করে ধ্বংস করে।

বিএসএফের কর্মকর্তার বরাত দিয়ে এএনআই জানায়, পাকিস্তান থেকে জম্মু ও পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পরিবহনের জন্য এই ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে।

ধ্বংস করা ড্রোনগুলো থেকে নিরাপত্তা বাহিনী বিভিন্ন একে সিরিজের অ্যাসল্ট রাইফেল, পিস্তল, এমপিফোর কার্বাইন, কার্বাইন ম্যাগাজিন, উচ্চ বিস্ফোরক গ্রেনেড এবং সেইসঙ্গে মাদকদ্রব্য জব্দ করেছে। এ সব অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পরিবহনের পিছনে পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা এবং আইএসআইয়ের সমর্থিত অন্যান্য সন্ত্রাসী সংগঠন রয়েছে বলে জানা গেছে।

২ লাখ টাকা দেনমোহরে বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ

সম্প্রতি শ্রীনগরে নিরাপত্তা পর্যালোচনা সভায় শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের উপস্থিতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সীমান্তের ওপারে ড্রোন কার্যকলাপের বৃদ্ধি সম্পর্কে অবহিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয় ড্রোন কার্যক্রম বন্ধ করার জন্য একটি সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে নিরাপত্তা সংস্থা এবং আইন প্রয়োগকারী বাহিনীকে এই ধরনের গতিবিধির উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে।