জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে এসে মোবাইল-ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র হারালেন ৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী । মঙ্গলবার সকালে এ ইউনিটের পরীক্ষা দিতে এসেছেন তারা। সমাজবিজ্ঞান অনুষদের সামনে টোকেনের বিনিময়ে এক ব্যক্তির কাছে মোবাইল জমা রেখে যান তারা ৯ জন। পরবর্তীতে পরীক্ষা শেষে ফিরে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।
প্রতারণার শিকার শিক্ষার্থী মেহেদী হাসান মুন্না বলেন, ‘সকালে ৯টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এক ভাইয়া আমাদের বলে যে উনি চবির ভর্তি পরীক্ষার সেচ্ছাসেবক। পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। উনি আমাদেরকে একটা টোকেন দেয় যেটার বিনিময়ের আমরা ফোন জমা রাখি। পরীক্ষা শেষে ওনাকে আর পাইনি।’
এ বিষয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারণার শিকরা ৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা শুনেছি ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থী প্রতারণার শিকার হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। সিসি ক্যামেরা দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছি।’
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। বেলা ১১টা থেকে এ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় ভর্তি পরীক্ষা। আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এবারের ভর্তি পরীক্ষা। প্রতারণার শিকার নয়জন চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে এসেছেন।
নতুন শিক্ষাক্রমে সপ্তাহে কতো দিন ক্লাস হবে জানালেন শিক্ষামন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।