আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এর মধ্যে ৮ হাজার ৭০০ জনকে এরই মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাসস্থান, শ্রম এবং সীমান্ত লঙ্ঘনের বিরুদ্ধে গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে ২১ হাজার ৪৭৭ ব্যক্তিকে আটক করা হয়। এদের মধ্যে প্রায় ৯ হাজার ব্যক্তিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৬৩৮ জন আবাসিক আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৬৬৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ১৭৬ জন শ্রমকে আইন লঙ্ঘনকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যৌথ বাহিনীর অভিযানের সময়ে ১ হাজার ৩১৬ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টার সময়ে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪০ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৮ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এ ছাড়া অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টার সময়ে আরও ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ২৮ হাজার ৬৬১ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া আরও ২ হাজার ৯১৯ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৩ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদিতে বর্তমানে ৩৭ হাজার ১২০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার ৫৪৭ জন পুরুষ এবং ৩ হাজার ৫৭৩ জন নারী। এই প্রবাসীদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
জনপ্রিয় হচ্ছে রঙিন ফুলকপি, পরীক্ষামূলক চাষে রাবেয়া খাতুনের বাজিমাত
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।