প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন এনজিও–বিষয়ক ব্যুরোতে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৪টি ক্যাটাগরিতে ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত ৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।

পদের বিস্তারিত তথ্য
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সাঁটলিপি লেখার গতি বাংলায় প্রতি মিনিটে ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
২. ড্রাইভার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে এবং টাইপিং গতি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের https://ngoab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা
৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা
আবেদনপত্র পূরণের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর সময়: ১৯ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষের সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এনজিও–বিষয়ক ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট www.ngoab.gov.bd থেকে জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।