জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় আইয়ান নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় ১৬ মাস বয়সী শিশু আইয়ানের মৃত্যু হয়। এ সময় স্বজনরা বিক্ষোভ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বরত তিন নার্সকে সাময়িক বরখাস্ত করে।
বরখাস্তকৃতরা হলেন- শিশু ওয়াডের্র নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন। নিহত আইয়ান রহনপুর পৌর এলাকার মুক্তাশা হল পাড়ার মো. আমিনের ছেলে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শিশুটির বাবা মো. আমিন জানান, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আইয়ানকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে দায়িত্বরত নার্সদের অবহেলার কারণেই মৃত্যু হয়েছে আইয়ানের। এতে ক্ষুব্ধ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য রোগী ও তাদের স্বজনদের মাঝে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সময় দায়িত্বরত তিন নার্সকে সাময়িক বরখাস্ত করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের নানা অনিয়ম এবং নার্সদের খারাপ আচরণের দাবি তুলে আইয়ানের স্বজনদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় স্থানীয় ও রাজনৈতি দলের নেতাকর্মীরাও।
এদিকে, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইসমাইল হোসেন জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে ও রোগীর স্বজনদের দাবির প্রেক্ষিতে এবং পরিস্থিতি সামাল দিতে শিশু ওর্য়াডে দায়িত্ব পালনকারী তিন নার্সকে হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ওই নার্সদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।