যেসব কারণে দাবানল সংঘঠিত হতে পারে

দাবানল

স্থানীয় পরিস্থিতি প্রধানত দাবানলের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে। খরা, উচ্চ তাপমাত্রা এবং দাহ্য উদ্ভিদের উপস্থিতির ওপর নির্ভর করে এটি। জলবায়ু পরিবর্তনে দাবানলের প্রকৃতি বদলে যাচ্ছে। বাড়ছে আগুন লাগার সংখ্যা। ফলে অনেক নতুন অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়ছে।

দাবানল

যদিও বেশির ভাগ দাবানলের কারণ মানুষের কার্যকলাপ। যুক্তরাষ্ট্রের ৮৪ শতাংশ দাবানলের কারণ মানুষ ও মানুষের কার্যকলাপ। সেখানে মানবসৃষ্ট আগুন থেকে ঘরবাড়ির জন্য হুমকিস্বরূপ ৯৭ শতাংশ দাবানল শুরু হয়। প্রায়ই মানুষের অসতর্কতা, ইচ্ছাকৃত আগুন লাগানো, সঠিক নিয়ম না মেনে জ্বালানো ক্যাম্পফায়ার, ভুলভাবে ফেলা সিগারেটের টুকরো থেকে দাবানল শুরু হয়। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে ফেলে দেওয়া সিগারেটের কারণে সৃষ্ট দাবানলে ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ম্যাচ বা আতশবাজির কারণেও দাবানল শুরু হয়।

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫২ হাজার ২৬০টি ইচ্ছাকৃত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতি বছর আনুমানিক ৪০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫০ জন। ধ্বংস হয়েছে ৮১৫ মিলিয়ন ডলারের সম্পত্তি। ২০০৭ সালে অসাবধানতাবশত ক্যাম্পফায়ারের কারণে ঘটা ভয়াবহ দাবানলের একটি উদাহরণ হলো হ্যাম লেক দাবানল। এই দাবানলে মিনেসোটার উত্তর-পূর্বাঞ্চলের গানফ্লিন্ট ট্রেইল বরাবর ৭৫ হাজার একর বন পুড়ে গিয়েছিল।

আবর্জনা পোড়ানোর সময় অসতর্কতার কারণেও দাবানল শুরু হতে পারে। অনুকূল আবহাওয়ার পেলে আঙিনায় জ্বালানো আবর্জনা সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ভাঙা বা ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন দাবানলের তৃতীয় সর্বাধিক সাধারণ কারণ। এটি ক্যালিফোর্নিয়ায় বছরে আনুমানিক ৪০০ দাবানলের জন্য দায়ী।

কিছু দাবানল প্রাকৃতিকভাবেও ঘটে। বিভিন্ন অঞ্চলের জলবায়ু, উদ্ভিদ ও ভূপ্রকৃতির ওপর নির্ভর করে দাবানল সৃষ্টির প্রাকৃতিক কারণগুলো ভিন্ন হতে পারে। কিছু প্রাকৃতিক কারণের মধ্যে আছে বজ্রপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সূর্যের তাপ থেকে আগুন লাগা।

এর মধ্যে প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির সবচেয়ে সাধারণ কারণ বজ্রপাত। বজ্রপাতে বিদ্যুতের লাইন, গাছ, ঝোপঝাড় বা শুকনো ঘাসে আগুন লাগে। বিবিসির তথ্যানুযায়ী, ২০২০ সালের আগস্ট মাসে ক্যালিফোর্নিয়ায় ১২ হাজারের বেশি বজ্রপাতের কারণে ৬৫০টিরও বেশি দাবানল শুরু হয়েছিল, যা ১৫ লাখ একরের বেশি জমি পুড়িয়ে দিয়েছিল। এর ফলে লাখ লাখ মানুষকে সরিয়ে নিতে হয়েছিল। এর খরচও কম নয়। প্রতিবছর দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের খরচ হয় ৮৯৩ বিলিয়ন ডলার!

এ ছাড়া শুকনো পাতায় তাপে আগুন লেগেও দাবানলের ঘটনা ঘটতে দেখা যায়। জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন চরম আবহাওয়ার কবলে পড়ে দাবানলের ঝুঁকি বাড়ছে। তাই সামনে আরও বেশি এ ধরনের ঘটনা দেখা যাবে বলে বিশেষজ্ঞদের অনুমান।