গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্স করে নজর কেড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের ভবিষ্যৎ পোস্টারবয়ও ভাবা হচ্ছে তাকে। এর মধ্যেই রিয়াল মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ভিনি। তাই রিয়াল মাদ্রিদে যে তার ভবিষ্যৎ উজ্জ্বল, তা নিশ্চিতভাবেই বলা যায়।
২৪ বছর বয়সী এই ফুটবলারের সামনে রয়েছে লম্বা ক্যারিয়ার। আরও ৮-১০ বছর ফর্ম ধরে রাখতে পারলে রিয়াল মাদ্রিদ থেকে বছরে প্রায় ২৬১ কোটি টাকা বেতন পাওয়া মোটা অঙ্কের আয়ই করবেন ভিনিসিয়ুস। কিন্তু এখনই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন তিনি।
ফুটবল ক্লাবের হতে যাচ্ছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইএসপিএন জানিয়েছে, পর্তুগালের একটি দ্বিতীয় সারির ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনি। শুরুতে লেইক্সেস স্পোর্ত ক্লাব বিচেনায় থাকলেও ফোর্বস জানিয়েছে, সম্ভাব্য ক্লাবটির নাম এফসি আলভেরকা।
১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির আর্থিক জটিলতায় ২০০৫ সালে অবনমন হয়। ১৬ ম্যাচে এখন ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ টেবিলের আটে।
খেলোয়াড় থাকা অবস্থান ক্লাবের মালিক হয়েছে এমন ফুটবলারের সংখ্যা খুবই কম। সে তালিকায় রয়েছে আল ইত্তিহাদের এনগোলো কান্তে। বেলজিয়ামের তৃতীয় সারির দল রয়্যাল এক্সেলসিওরের মালিকানায় রয়েছেন তিনি।
এ ছাড়াও ফ্রান্সের দ্বিতীয় সারির দল কিনে কিলিয়ান এমবাপ্পের মালিকানা ৮০ শতাংশ। গত বছরের জুলাইয়ে মালিকানা কিনেছিলেন তিনি। এবার সেই তালিকায় নাম লেখাতে কাজ করছেন ভিনিসিয়ুস জুনিয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।