জুমবাংলা ডেস্ক : দেশের বহুল আলোচিত সাবেক ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতার সীমান্ত এলাকার পরিবারগুলোর দিন কাটছে আতঙ্কে। শূন্যরেখায় প্রায় দুই কিলোমিটার কাটাতারের বেড়া নির্মাণের সপ্তাহ পার না হতেই বিএসএফ আবার ঝুলিয়েছে মদের বোতল। এ ঘটনায় সীমান্তবর্তী জনমনে আতঙ্কের ঢেউ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে জমিতে চাষাবাদে নামতে ভয় পাচ্ছেন কৃষকরাও।
দহগ্রাম-আঙ্গরপোতা সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম-আঙ্গরপোতায় ভারতের নজর পড়েছে। বাংলাদেশের এ ভুখন্ড দখল করতে চায় ভারত। শেখ হাসিনার পতনের পর সীমান্তে ভারতের নির্যাতন বেড়েছে। বিএসএফ রাজনৈতিক টর্চার করছে আমাদের।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী বলেন, সীমান্তে আন্তর্জাতিক আইন লংঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের পর মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ। কিছু কিছু স্থানে ওপারে বিএসএফ বাঙ্কার নির্মাণ করেছে। বিজিবিও বাংলাদেশের সীমান্তে টহল বৃদ্ধি করেছে।
শ্রীরামপুর ইউনিয়নের ভিতরবাড়ী সীমান্ত এলাকার আছিয়া বেগম (৪০) বলেন, আতঙ্কে থাকি। বিভিন্ন এলাকা থেকে চোরাচালানি ব্যক্তিরা এসে সীমান্তে যায়, অপরাধ করে। এতে বিএসএফ আমাদের ঘরের পাশে ও আঙিনায় আসে। বিভিন্ন ভাষায় গালাগালি করে চলে যায়। অনেক সময় সীমান্তের জমিতে কাজ করি ওই সময়ও বিএসএফ লাঠি এবং বন্ধুক দেখিয়ে কথা বলে এসবে আমাদের খুব ভয় হয়।
দহগ্রাম সরকারপাড়া এলাকার মশিউর রহমান এবং ইদ্রিস আলী বলেন, আমরা মাঠে কৃষিকাজ করি। বিএসএফ টহল জোরদার করেছে। এখন আবার নতুন মদের বোতল ঝুলিয়েছে। আমাদের একটাই দাবি বিজিবি ক্যাম্প স্থাপন ও টহল বাড়ানো হলে আমাদের আতঙ্ক কিছুটা হলেও কমে আসবে।
রংপুর ৫১ বিজিবির সহকারী পরিচালক (এডি) ওমর খসরু বলেন, সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে, বিজিবি টহল জোরদার করা হয়েছে।-আমার দেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।