খেলাধুলা ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে মেক্সিকোর দল ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় ইন্টার মায়ামি। মূল ম্যাচ শেষ হয়েছিল ২-২ সমতায়। যেখানে গোল পেয়েছেন মেসিও। আর্জেন্টাইন তারকার সেই গোল উদযাপনে ছিল ভিন্নতা।
ম্যাচের ৩১তম মিনিটে গোল হজম করে মায়ামি। তবে খুব বেশি সময় লাগেনি সমতায় ফিরতে। ২ মিনিট পরই মায়ামিকে সমতায় ফেরান মেসি। লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন এই আর্জেন্টাইন। এরপর তার যে উদযাপন ছিল, সেটা সবারই নজর কেড়েছে।
মেক্সিকোর দল ক্লাব আমেরিকার সমর্থকদের গ্যালারির দিকে তাকিয়ে প্রথমে দুই হাত উঁচিয়ে ধরেন মেসি। এরপর নিজের জার্সি নাম্বারের দিকে ইশারা করে তিন আঙুল উঁচিয়ে ধরেন। আঙুল দিয়ে শূন্যের ইঙ্গিত করেন। ধারণা করা হচ্ছে, তিনি বোঝাতে চেয়েছেন যে, আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ ট্রফি আছে, আর মেক্সিকোর শূন্য।
এমন উদযাপনের একটা কারণও আছে। ম্যাচের শুরু থেকেই মেসিকে দুয়ো দিচ্ছিল ওই দলের সমর্থকরা। যারা মূলত মেক্সিকান। গোলের পর হয়তোবা সেটিরই জবাব দেন তিনি।
২০২২ কাতার বিশ্বকাপ থেকেই মেসি ও মেক্সিকানদের সম্পর্কটা ভালো নয়। সেই আসরে মেক্সিকো ম্যাচ আর্জেন্টিনার জন্য হয়ে উঠেছিল বাঁচা-মরার লড়াই। যেখানে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।