Advertisement
হাঁসের মাংস খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না। চাইলে ঘরেই তৈরি করতে পারেন মজাদার হাঁসের মাংস ভুনা। রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি অনুসরণ করলে সহজেই বানাতে পারবেন সুস্বাদু এই পদ।
উপকরণ
- হাঁসের মাংস – ১ কেজি
- পেঁয়াজ কুচি – ১ কাপ
- আস্ত দেশি রসুন – ৪টি
- রসুন বাটা – ১ চা-চামচ
- আদা বাটা – ১ টেবিল-চামচ
- হলুদ গুঁড়া – ১ চা-চামচ
- মরিচ গুঁড়া – ১ চা-চামচ
- ধনে গুঁড়া – ১ চা-চামচ
- জিরা গুঁড়া – ১ চা-চামচ
- মেথি ও কালজিরা বাটা – ১ চা-চামচ
- দারুচিনি – ৩ টুকরা
- এলাচ – ৪-৫টি
- লবঙ্গ – ৪টি
- তেজপাতা – ২টি
- লবণ – স্বাদ মতো
- তেল – ১ কাপ
- পানি – প্রয়োজন মতো
রান্নার পদ্ধতি
১. প্রথমে হাঁসের মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন।
৩. সামান্য পানি দিয়ে মাংস বাদে সব উপকরণ একে একে কষিয়ে নিন।
4. এবার হাঁসের মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিন।
5. কিছুক্ষণ জ্বাল দিয়ে পানি উঠে এলে ভালোভাবে কষিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে আবার ঢেকে রান্না করুন প্রায় ২০ মিনিট।
6. মাংস সিদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন।
চটজলদি রোগা হতে রাতের খাবার বাদ দিচ্ছেন? আসলেই কি ভুঁড়ি কমবে
এভাবেই তৈরি হবে মজাদার হাঁসের মাংস ভুনা। এটি গরম গরম ভাত, চালের রুটি, চাপাতি কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।