আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১২৮ ফ্লাইটে মাঝ আকাশে আকস্মিক ঝাঁকুনির ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক কেবিন ক্রু। পড়ে গিয়ে তার হাতের হাড় ভেঙে যায়।
শুক্রবার এ দুর্ঘটনায় আহত হন কেবিন ক্রু শাবানা আজমি মিথিলা। তার কনুইয়ের উপরের হাড় ভেঙে যায়। ঢাকায় পৌঁছানোর পর তাকে প্রথমে ট্রমা সেন্টারে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাত ব্যান্ডেজ করা হয়েছে এবং বর্তমানে তিনি বাসায় আছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুখপাত্র বোসরা ইসলাম জানান, ফ্লাইট চলাকালীন আকস্মিক ঝাঁকিতে মিথিলা পড়ে গিয়ে আহত হন। পাইলট তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং ঢাকায় অবতরণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়।
তবে মিথিলার সহকর্মীদের অভিযোগ, হাত ভেঙে দুই টুকরো হলেও বিমানবন্দরে জরুরি চিকিৎসা সহায়তা যথাযথভাবে দেওয়া হয়নি।
এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি বলে নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।