জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারসহ কয়েকটি অটোরিকশাকে চাপা দিলে শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকটির নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশুসহ ৭ আরোহীর লাশ উদ্ধার করা হয়।
বুধবার ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ইজিবাইকের ৪ যাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন বিভিন্ন গাড়িতে থাকা অন্তত ১৫ জন।
ঝালকাঠির দুর্ঘটনায় আহত ১১ জন বরিশাল হাসপাতালেঝালকাঠির দুর্ঘটনায় আহত ১১ জন বরিশাল হাসপাতালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলল স্ত্রী
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোলপ্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেট কারসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাতহরা দুটি ইজিবাইক, প্রাইভেট কার ও পিকআপের যাত্রী-আরোহী ছিলেন। আহতদের মধ্যে ১১ জনকে বরিশাল হাসপাতালে অন্যদের ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।