জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে ইলিশ মাছের বড় চালান ভারতে আনার চেষ্টা করছিল চোরাকারবারিরা। তাদের সেই চেষ্টা সফল হয়নি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সীমান্ত পোস্ট দয়ারামপুর এলাকায় চালানটি আটকে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১১৮ কেজি’র বড় ইলিশ মাছের চালান জব্দ করে তারা। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৪১ হাজার ৬০০ রুপি।
ইলিশের চালান জব্দ করা গেলেও বিএসএফকে দেখেই পালিয়ে যায় চোরকারবারিরা। বিএসএফ সূত্রে জানা গেছে, বাংলাদেশের দিক থেকে কিছু চোরাকারবারি তাদের পিঠে ব্যাগ নিয়ে পদ্মা নদী পার হওয়ার চেষ্টা করছিল। দূর থেকেই তাদের সতর্ক করে বিএসএফ।
জওয়ানদের সতর্কবার্তা শুনে চোরাকারবারিরা ভয়ে অনেকগুলো ব্যাগ নদীতে ফেলেই বাংলাদেশের দিকে পালিয়ে যায় যায়। ঘটনাস্থলে যেয়ে ব্যাগ উদ্ধার করেন জওয়ানরা। তল্লাশি করে ১১৮ কেজি ইলিশ মাছ পাওয়া যায়।
অন্যদিকে পশ্চিমবঙ্গের সমুদ্র নগরী দিঘায় আবার ইলিশের নামে বিক্রি হচ্ছে নকল ইলিশ। বাজার ছেয়ে গেছে খয়রা মাছে। সেই মাছ বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে আঠারশো রুপি কেজিতে। ইতিমধ্যে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে সতর্ক প্রশাসন। সতর্ক রয়েছে মৎস্য ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।