৯ উইকেটের বিশাল জয়ে কোয়ালিফায়ারে মুশফিকরা

মুশফিকরা

স্পোর্টস ডেস্ক: আসরের শুরুটা ভালো করতে পারেনি জুবার্গ বাফালোর্স। তাতে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে তাদের। প্লে অফের দৌড়ে তাদের টিকে থাকাই কঠিন ছিল, তবে শেষটা হয়েছে প্রত্যাশা ছাড়িয়ে। গতকাল হারারে হ্যারিকেন্সকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা।

মুশফিকরা

শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছিল হারারে। ৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ৬ ওভার ২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুবার্গ। ৯ উইকেটের বিশাল জয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তারা।

ব্যাটিংয়ে নেমে মুজারাবানির তোপের মুখে পড়ে হারারের ব্যাটাররা। এই পেসারের ২ ওভার বোলিং করে খরচ করেছেন কেবল ৬ রান। সঙ্গে শিকার করেছেন ১ উইকেট। তাছাড়া আফগান স্পিনার নূর আহমেদকে খেলতে গিয়েও চোখে সর্ষে ফুল দেখেছেন মোহাম্মদ নবি-ইরফান পাঠানরা।

আর ছোট লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই হাফিজকে হারায় জুবার্গ। অধিনায়ক দ্রুত ফিরলেও তার প্রভাব পড়েনি তাদের ব্যাটিংয়ে। টম ব্যান্টন আর উইল স্মিড রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন। এই দুজনের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ফলে মুশফিকুর রহিম একাদশে থাকলেও তার আর ব্যাটিংয়ে নামা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের জন্য এলো দুঃসংবাদ

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ারে ডারবানের মুখোমুখি হবে জুবার্গ। এই ম্যাচ জিতলেই ফাইনালে চলে যাবে তারা। আর হেরে গেলে এলিমিনেটরে জয় পাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে বাংলাদেশ সময় রাত ১১টায় আবারও মাঠে নামবেন মুশফিকরা।