জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬০ কেজি ওজনের একটি কাঁঠাল দেখতে ভিড় করছে মানুষ। বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলায় কাঁঠালটি দেখা যায়।
মেলার আয়োজক সূত্র জানায়, শিবগঞ্জ পৌরসভার থানা মোড় এলাকার তোফিকুল ইসলামের গাছে বিশাল আকৃতির কাঁঠাল ধরে। তিন দিনব্যাপী আয়োজিত কৃষি মেলায় কাঁঠালটি প্রদর্শনের জন্য তিনি নিয়ে আসেন।
তোফিকুল ইসলাম বলেন, বাড়িতে কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে। এবার গাছগুলোতে বড় বড় কাঁঠাল ধরেছে। এর মধ্যে একটি কাঁঠালের ওজন হয় ৬০ কেজি। তাই এটি কৃষি মেলায় প্রদর্শন করতে নিয়ে এসেছি। খবরটি শুনে হাজার হাজার দর্শক কাঁঠালটি দেখতে আসছেন। ছবি তুলছেন অনেকে।
শিবগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম আজম বলেন, ভালো জাত ও উর্বর মাটির কারণে কাঁঠালটির আকার অনেক বড় হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।