আন্তর্জাতিক ডেস্ক : বছর উনিশের এই তরুণী মধ্যপ্রদেশের পান্না জেলার শাহনগরের বাসিন্দা। খবরের কাগজ দিয়ে নানা রকম নকশার পোশাক এবং শাড়ি বানিয়ে তা পরে বাইরে বেরোন। ছোট ছোট রিল তৈরি করেন।
তাঁর শখ খবরের কাগজের নানা রকমের পোশাক বানানো। শুধু পোশাক বানানোই নয়, সেই পোশাক পরে ছবি শ্যুটও করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেন।
তিনি অপেক্ষা রাই। বছর ঊনিশের এই তরুণী মধ্যপ্রদেশের পান্না জেলার শাহনগরের বাসিন্দা। খবরের কাগজ দিয়ে নানা রকম নকশার পোশাক এবং শাড়ি বানিয়ে তা পরে বাইরে বেরোন। ছোট ছোট রিল তৈরি করেন। নেটমাধ্যমে অপেক্ষা ‘পেপার কুইন’ নামে পরিচিত।
অপেক্ষার এই ধরনের পোশাক আর এক জনের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি হলেন উরফি জাভেদ। কখনও সেফটিপিন, কখনও পাতা, কখনও স্বচ্ছ পোশাকে তাঁকে রাস্তায় বেরোতে দেখা গিয়েছে। আর তাঁর এই অদ্ভুত পোশাকের জন্য বার বারই নজর কাড়েন উরফি।
কাগজ দিয়ে নানা নকশার পোশাক বানিয়ে অপেক্ষা ভাইরাল তো হয়েইছেন, আর কাগজের পোশাক পরেই নেটাগরিকদের নজর কাড়ছেন মধ্যপ্রদেশের এই তরুণী।
বলিউডে পা রাখতেই সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য রাজি মিমি চক্রবর্তী
ইনস্টাগ্রামে অপেক্ষার অনুগামীর সংখ্যা এক লক্ষ ৩৩ হাজার। শুধু পোশাক বানানোই নয়, লিপ সিঙ্কিং এবং অভিনয়েও পারদর্শী অপেক্ষা। অপেক্ষারা দুই বোন এক ভাই। তাঁর দাদা পান্নার একটি হাসপাতালে কাজ করেন। তাঁর দিদি নীলম জীববিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। অপেক্ষাও কলাবিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।