জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে রাতের আঁধারে নির্বাচন কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করতে তাঁর বাড়িতে যাওয়ায় এক আওয়ামী লীগ নেতাকে আটকে রাখে প্রতিপক্ষরা। ওই আওয়ামী লীগ নেতা হলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। তাঁর মামা আব্দুল হামিদ টেকন এবার রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী।
আওয়ামী লীগের এক পক্ষের নেতাকর্মীদের অভিযোগ, রবিবার (১৮ জুন) রাতে মীর ইশতিয়াক তাঁর কাউন্সিলর প্রার্থী মামার পক্ষে অবস্থান নেওয়ার জন্য জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে ‘ম্যানেজ’ করতে তাঁর বাসায় যান।
খবর পেয়ে সিটি নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের অনুসারীসহ আওয়ামী লীগের একটি পক্ষ মীর ইশতিয়াককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।
লিমন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ভাগ্নে। সম্প্রতি ডাবলু সরকারের একটি অপ্রীতিকর ভিডিও ফাঁসের জেরে তাঁকে মহানগর আওয়ামী লীগ থেকে দূরে রাখা হয়েছে।
আওয়ামী লীগের এক পক্ষের অভিযোগ, এ অবস্থায় লিমনসহ ডাবলু সরকার নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন।
নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি রবিবার রাতে জানান, ভেতরে আওয়ামী লীগের নেতাকে আটকে রাখা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।