জুমবাংলা ডেস্ক : কুমিল্লার তিতাস উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেনের ওপর হামলা করেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও তার সাঙ্গোপাঙ্গরা। এ সময় সামির হোসেন (৪৫) ও তার মা আমেনা খাতুন (৭৫) আহত হয়েছেন।
আহত আমেনা খাতুনকে স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়।
গ্রামবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত রাজ মিয়া মাস্টারের ছেলে আব্দুস সাত্তার (৫০) নিষিদ্ধ ম্যাজিক জাল বিক্রি করার অভিযোগ এনে স্থানীয় সাংবাদিকদের ডেকে এনে সাত্তার মিয়ার ঘরে অভিযান চালায় আওয়ামী লীগ নেতা ও অপসারিত জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ও তার সমর্থকরা। অভিযানে সাত্তার মিয়ার ঘরে জাল না পেলেও পরিত্যক্ত অবস্থায় কিছু জাল পায়, যার মালিক কাশু মিয়া নামের এক ব্যক্তি।
এলাকাবাসী আরও জানান, মজিব চেয়ারম্যানসহ শতাধিক লোক নিয়ে এসে দূর থেকে সামির হোসেনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় সামির হোসেনের মা আমেনা খাতুন এগিয়ে গেলে তার ওপর প্রতিপক্ষের ছোড়া একাধিক ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
এ বিষয়ে মজিব চেয়ারম্যান বলেন, সাত্তার নিষিদ্ধ ম্যাজিক জাল বিক্রি করেন। তার ঘরে কোটি টাকার জাল রয়েছে। আমি সাংবাদিক এনেছি উনারাও দেখেছেন। পুলিশ, এসিল্যান্ড ও ইউএনওকে খবর দিয়েছি কেউ আসেন না।
শতাধিক লোকজন নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো পোলাপান করেছে।
তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, পরিত্যক্ত অবস্থায় কিছু জাল পড়ে আছে, তারপরও এসিল্যান্ড যদি পুলিশ চায়, তাহলে আমরা পুলিশ পাঠাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।