জুমবাংলা ডেস্ক : ২১ কেজি ওজনের একটি ভোল মাছ বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে। এ ভোল মাছটি জেলেরা গভীর বঙ্গোপসাগর থেকে শিকার করেছে।
রোববার (১৯ মে) সকালে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে সোলায়মান নামের এক ব্যাবসায়ী এটি ক্রয় করেন।
পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির এর মালিকানাধীন এফবি তন্ময় ট্রলারের মাঝি মো: জামাল হোসেন জানান, জেলেরা বেশ কয়েদিন আগে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়, পরে ইলিশসহ অন্য মাছের সাথে ভোল মাছ পেয়ে পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসেন। বিএফডিসি ঘাটে মাছ উঠানোর পর একটি মাছের ওজন হয় ২১ কেজি, যা ছয় লাখ ৬০ হাজার টাকা মণ হিসেবে যার দাম হয় সাড়ে তিন লাখ টাকা।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর কাছে জানতেই চাইলে তিনি জানান, এ ভোল মাছ খুবই সুসাধু ও দামও বেশি এবং চাহিদাও বেশি।
তিনি আরো জানান, মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ মাছ ক্রয় করে। এ মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।