জুমবাংলা ডেস্ক : বেতন সর্বসাকুল্যে ১৭ হাজার ৫০০ টাকা। অফিস সহকারী হিসাবে মাস্টাররোলে নিয়োগ হয়েছে রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের শফিউর বাশার জিহাদের। সোমবার পরিবারের সদস্যদের নিয়ে কর্মস্থল খুলনা রেলওয়ে স্টেশনে যোগদান করতে এসে বিপাকে পড়েন তিনি।
বাংলাদেশ রেলওয়ের প্রধান কার্যালয়ের নিয়োগ কর্তৃপক্ষের স্বাক্ষরিত নিয়োগপত্রটি ছিল ভুয়া। যার কারণে খুলনার রেলস্টেশন মাস্টার জিহাদকে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নিতে বলেন।
এদিকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারকচক্র এরই মধ্যে অনলাইনের মাধ্যমে রেলওয়েতে নিয়োগ দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে খুলনাসহ বিভিন্ন এলাকার মানুষের লাখ লাখ টাকা।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, ‘আমি খুলনা স্টেশনে যোগদানের পর প্রথম এমন ঘটনা ঘটেছে। জিহাদকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছি। রেলওয়ের চাকরি সরকারি নিয়োগবিধি অনুযায়ী হয়ে থাকে। সাধারণ মানুষ যেন প্রতারিত না হন সেজন্য সতর্ক থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।