জুমবাংলা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানার রসুলপুর এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাসেল শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রাসেল শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত রাসেল নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মৃত আসলাম শিকদারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী দক্ষিণ কুতুবালীর ১৬৫ বাসায় ভাড়া থাকতেন। তার গুলিস্তানে একটি জুতার দোকান রয়েছে। তিনি তিন বছরের একটি কন্যা সন্তানের জনক।
নিহতের ছোট ভাই রুবেল শিকদার বলেন, আমার ভাই দুদিন আগে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী হৃদয়, হাসিব, পিয়াস, রমজান ও নাঈমকে রসুলপুর এলাকায় ছিনতাই করতে নিষেধ করে। আমার ভাই তাদের কয়েকজনকে মারপিটও করে। পরে আজকে সন্ধ্যায় তারা আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সিফাত নামে আরো একজনকে কুপিয়ে জখম করা হয়।
রুবেল শিকদার আরো বলেন, আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই। আহত সিফাত যাত্রাবাড়ী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আমার ভাইকে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।