বিনোদন ডেস্ক : বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে রেকর্ডের খাতা খুলেছিলেন শাহরুখ খান। ছবিটি হাজার কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে অনন্য নজির গড়েছিল। বছর না গড়াতে ‘জওয়ান’ দিয়ে ‘পাঠান’র রেকর্ড ভেঙে চুরমার করেছেন বলিউড বাদশাহ। তিন সপ্তাহ পরও রমরমিয়ে চলছে ‘জওয়ান’।
মুক্তির ২৩তম দিনে ‘জওয়ান’ আয় করেছে ৫.৯৭ কোটি টাকা। দেশের মাটিতে ছবিটির উপার্জন দাঁড়িয়েছে ৫৮৭.১৫ কোটি টাকা। ছবিটির তামিল ও তেলুগু সংস্করণ আয় করেছে ৫৮.৮২ কোটি টাকা।
বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির আয়ের দিক থেকে ‘পাঠান’ এতদিন ছিল দ্বিতীয় ছবি। ছবিটি আয় করেছিল ১ হাজার ৫০ কোটি টাকা। কিন্তু সেই রেকর্ড ভেঙে ‘জওয়ান’ ইতিমধ্যেই পৌঁছে গেছে ১ হাজার ৫৫ টাকায়। অর্থাৎ ‘জওয়ান’ চলে গেছে দ্বিতীয় নম্বরে।
বলিউড সিনেমায় আয়ের দিকে থেকে তালিকায় শীর্ষে আমির খানের ‘দঙ্গল’। ছবিটি ২ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। এর পেছনে ছিল চিনে ছবিটির তুমুল সাফল্য। যেহেতু ‘জওয়ান’ চিনমুখী হচ্ছে না, তাই আমির রেকর্ড অটুটই থাকবে বলে মনে করা হচ্ছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। শাহরুখ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, দিপিকা পাডুকোন, সঞ্জয় দত্ত, প্রিয়মণি, সঞ্জীতা, সানিয়া মালহোত্রা, লেহের খান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।