আমির খানের মেয়ে যে কারণে ৩ জানুয়ারিই বিয়ে করতে চান

আমির খানের মেয়ে

বিনোদন ডেস্ক : ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে গত বছর ১৮ নভেম্বর বাগ্দান সারেন আমিরকন্যা ইরা খান। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর ইরা-শিখর নতুন এক অধ্যায় শুরু করেন।

আমির খানের মেয়ে

তবে প্রায় বছর ঘুরতে চললেও বিয়ের সানাই বাজবে কবে সেটা এখনো জানা যায়নি। এরই মধ্যে নিজের বিয়ের তারিখ ফাঁস করলেন ইরা।

এক সাক্ষাৎকারে ইরা জানান, তিনি তার বিয়ের তারিখ ৩ জানুয়ারি ঠিক করেছেন। ওই দিনই তিনি বিয়ে করবেন। তবে কোন বছর, সেটি খোলাসা করেননি ইরা।

আমিরকন্যার কথায়, ‘ওই দিনটা আমাদের প্রথম চুম্বনের তারিখ। তাই বিয়ে হলে ৩ জানুয়ারিই হবে। যদিও সালটা আমরা ঠিক করিনি।’

নূপুর পেশাগত দিকে বলি তারকাদের ফিটনেস প্রশিক্ষক। আমিরসহ সুস্মিতা সেনের মতো তারকাদের শরীরচর্চার দায়িত্ব নূপুরের কাঁধে। বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকেন আমিরকন্যা। ইরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। দীর্ঘ ৫ বছর ধরে অবসাদের সঙ্গে লড়াই করছেন নিজে।

ইরা জানান, বাবা আমির ও মা রীনা দত্তের বিবাহবিচ্ছেদ তার অবসাদগ্রস্ত হয়ে পড়ার অন্যতম কারণ। তবে এখন আগের তুলনায় সুস্থ ইরা।

আর্জেন্টিনার মার্টিনেজের পর এবার বাংলাদেশে আসছেন ডি মারিয়া

সম্প্রতি বাবা আমির ও মা রিনার সাহায্যে অগস্ত্য ফাউন্ডেশন তৈরি করেন। ইরার এই সংগঠনের লক্ষ্যই হলো— যারা মানসিক সমস্যায় ভুগছেন, তাদের সাহায্য করা।