স্পোর্টস ডেস্ক : মরুর বুকে যখন চলছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ, তখন সাকিব আল হাসানরা ব্যস্ত ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়ে। ওয়ানডে এবং টেস্ট সিরিজ চলাকালীন রাত জেগে খেলা দেখারও অভিযোগ আছে। চট্টগ্রাম টেস্টে তো মাঠে হাই তুলতেও দেখা গেছে অধিনায়ক সাকিবকে। গত রাতে বিশ্বকাপ জয়ের আনন্দে তো তিনি হোটেল ছেড়ে বেরিয়ে পড়েন।
আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত সাকিব গতকাল চট্টগ্রাম টেস্ট শেষে করে ঢাকায় ফিরেছেন। এই আসরেই তিনি কাতারে গিয়েছিলেন মেসির খেলা দেখতে। সেই মেসির হাতেই রবিবার রাতে উঠেছে বিশ্বকাপ শিরোপা। এমন মুহূর্তে সাকিব কি ঘরে থাকতে পারেন? তাই মেসির জার্সি পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ঢাকার রাজপথে।
রবিবার মাঝরাতে ঢাকার রাজপথ ছিল উত্তাল। অসংখ্য মানুষ নেচে, গেয়ে, মিছিল করে আর্জেন্টির বিশ্বকাপ জয় উদযাপন করেছে। সাকিবও গাড়ির ভেতরে থেকে যোগ দেন তাদের সাথে। গাড়ির স্টিয়ারিংয়ে বসেই মেসির জার্সি ঝাঁকিয়ে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের শিরোপা জয়ের উল্লাস প্রকাশ করেন। ৩৬ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।