এবার চবি ছাত্রশিবির সভাপতি ও সম্পাদকের পরিচয় প্রকাশ

CU

জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রশিবিরের নেতারা। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় প্রকাশ করেছেন।

CU

বিশ্ববিদ্যায়টির সভাপতির নাম নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম। এদের মধ্যে নাহিদুল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং ইব্রাহিম মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ২৪ দফা দাবি নিয়ে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠায় সংগঠনটি।

চবির নতুন ভিসি, প্রো-ভিসিকে সংগঠনটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সভাপতি ও সেক্রেটারি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পরিচয় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আবু সাদিক কায়েম। এর পর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।

রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

পরে বিশ্ববিদ্যালয়টির সাধারণ সম্পাদকেরও পরিচয় মেলে। গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতির পরিচয় প্রকাশ্য আসে।